ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশুর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশুর 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে পড়ে আমিনা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বুদ্দিন (৫) নামে আরও এক শিশু।  

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গা থানার নলকা ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুস সাত্তারের মুরগি খামারে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আমেনা চর ফরিদপুর পূর্বপাড়া গ্রামের আল-আমিনের মেয়ে।

এ ঘটনায় আহত বুদ্দিন একই গ্রামের আবুল মজিদের ছেলে।  

নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুস সাত্তার তার মুরগি খামারে শিয়াল ধরার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন। বিকেলে শিশু আমিনা ও বুদ্দিন ওই খামারের পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা ওই ফাঁদের কাছে গেলে দু’জনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই আমিনা মারা যায়। গুরুতর আহত অবস্থায় বুদ্ধিনকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।