ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পদ্মায় অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
পদ্মায় অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার দিঘিরপাড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) উছেন মে এ জরিমানা করেন।

বিকেলে জরিমানা আদায় করে শ্রমিক করিম দেওয়ান(৩৫), জুলহাস ফকির(৪৫), সেলিম বেপারিকে(৪০) ছেড়ে দেওয়া হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে জানান, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলন করেছিল ও বস্তায় ভরে মিনি ট্রাকে বালু অন্যত্র সরবরাহ করছিল তারা। সকালে দিঘিরপাড় বাজার এলাকা সংলগ্ন পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজন শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে ড্রেজার চালু করার চাবি নিয়ে আসা হয়েছে। জরিমানা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।