ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

একীভূত ও সাম্যভিত্তিক মানসম্মত শিক্ষা বাস্তবায়নের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
একীভূত ও সাম্যভিত্তিক মানসম্মত শিক্ষা বাস্তবায়নের দাবি

নোয়াখালী: নোয়াখালীতে ‘এজেন্ডা ২০৩০: শিক্ষায় নতুন দিগন্ত’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) লক্ষ্য অর্জনে সরকারকে চালকের ভূমিকায় রেখে সবার জন্য একীভূত ও সাম্যভিত্তিক মানসম্মত শিক্ষা বাস্তবায়নের দাবি জানান। এছাড়া এসডিজি-৪ অর্জনে বিশেষজ্ঞদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের শিক্ষা সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে একটি কার্যকর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জেলা শহরের মাইজদীর গ্রিন হল কমিউনিটি সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান ও এনআরডিএস যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক ফেকাল্টি ও শিক্ষা গবেষক ড. জিয়া-উস-সবুর।

এনআরডিএস’র নির্বাহী পরিচালক আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন গণসাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আবদু রউফ, নোয়াখালী কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর বেলায়েত হোসেন, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের উপ-পরিচালক বিদ্যুৎ রায় বর্মন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মাহতাব উদ্দিন পাটওয়ারী, জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেম প্রমুখ।

এছাড়াও মতবিনিময় সভায় শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।