ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শৈলকুপায় সাপের ছোবলে ২ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
শৈলকুপায় সাপের ছোবলে ২ ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় সাপের ছোবলে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার নাগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই ভাই হলেন- ওই গ্রামের মৃত নবাব মণ্ডলের ছেলে শাহিন মণ্ডল (২৮) ও সোহান মণ্ডল (৮)।

স্থানীয়রা জানান, রাতে খাবার খেয়ে একসঙ্গে ঘুমিয়ে ছিলেন দুই ভাই শাহিন ও সোহান।

পরে ঘুমন্ত অবস্থায় সোহানের মাথায় একটি বিষধর সাপ ছোবল দেয়। এসময় সোহানের চিৎকারে শাহিন জেগে উঠলে তাকেও ছোবল দেয় সাপটি। তাদের চিৎকারে বাড়ির লোকজন টের পেয়ে সাপটিকে মেরে ফেলে। পরে দুই ভাইকে উদ্ধার করে রাতেই শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে হস্তান্তর করা হলে অ্যাম্বুলেন্সে করে নেওয়া পথে সোহানের মৃত্যু হয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোরে শাহিনের মৃত্যু হয়।  

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে দুই ভাইয়ের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।