ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মোড়ক পরিবর্তন করে বাজারে সরিষার তেল, জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
মোড়ক পরিবর্তন করে বাজারে সরিষার তেল, জেল-জরিমানা প্রতারণার অভিযোগে জেল-জরিমানা দেওয়া হয়েছে এক ব্যবসায়ীকে। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে সরিষার তেলের মোড়ক পরিবর্তন করে বাজারজাত করার অপরাধে একজনকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেওয়া হয়।

জানা যায়, র‌্যাব- ৮ এর সহযোগিতায় উপজেলা প্রশাসন বাকেরগঞ্জের রুনসী এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনার সময় সুরেশ সরিষার তেলের মোড়ক পরিবর্তন করে ভিন্ন মোড়কে বাজারজাত করার পাশাপাশি মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের প্রতারিত করার অপরাধে আলী হোসেনকে আটক করা হয়।

পরে তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক দণ্ড দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাধবী রায়।

বাংলা‌দেশ সময়: ০৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।