ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রহিম (৩৮) নামে একজন নিহত হয়েছে। 

পুলিশের দাবি নিহত আব্দুর রহিমের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ আটটি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

রোববার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দু’টি ওয়ান শ্যুটারগান, একটি তাজা কার্তুজ ও নয় রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুর রহিম জেলা সদরের শহিদ ওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের হাসমত মোল্লার ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামি আব্দুর রহিমকে ধরতে চন্দনী ইউনিয়নের কালিবাড়ী এলাকায় অভিযানে গেলে আব্দুর রহিম তার বাহিনী নিয়ে পুলিশের ওপরে হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা হামলা চালালে আব্দুর রহিম গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না-তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।