ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভোলাগঞ্জ সড়কের খাগাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বর্ণি গ্রামের মঈনুদ্দিনের ছেলে যাত্রী খাইরুল ইসলাম (২৫) ও একই গ্রামের অটোরিকশার চালক মো. শাহ আলম (২২)।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও ৩ জন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় আরও ৩ যাত্রী আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।