ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীর ১৪ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
ঝালকাঠিতে মাদক ব্যবসায়ীর ১৪ বছরের কারাদণ্ড

ঝালকাঠি: ঝালকাঠিতে সাইফুর রহমান সরদার নামে এক ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত সাইফুর রহমান সরদার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার হেতালবুনিয়া গ্রামের মৃত আবদুল হক সরদারের ছেলে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ জুন আমুয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে  ২ হাজার ৬শ পিস ইয়াবাসহ আটক করে কাঁঠালিয়া থানা পুলিশ। পর এ ঘটনায় কাঁঠালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।  

ওই মামলায় একই বছরে ৯ জুলাই তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

বাংলা‌দেশ সময়: ২০২০ ঘণ্টা, সে‌প্টেম্বর ১২, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।