ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

জাতীয়

পটুয়াখালীতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৯, সেপ্টেম্বর ১২, ২০১৯
পটুয়াখালীতে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

পটুয়াখালী: পটুয়াখালীতে দিনমজুর কাশেম হত্যা মামলায় মোমিন গাজী (৩৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া দশ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল করিম এ আদেশ দেন।

জানা গেছে, ২০০৮ সালের ৩০ জানুয়ারি পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে গুরুতর আহত হয় দিনমজুর কাশেম।

পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারি রাতে তিনি মারা যান।

এ ঘটনার পরদিন ১ ফেব্রুয়ারি  কাশেমের বাবা জেবল হক সরদার বাদী হয়ে মোমিন গাজীরসহ ৬ জনে নামউল্লেখ করে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। পরে গলাচিপা থানার তদন্ত কর্মকর্তা একই বছরের ৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কমল দত্ত ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুকুল।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ