ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পবা শতভাগ বিদ্যুতায়িত উপজেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, সেপ্টেম্বর ১১, ২০১৯
পবা শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজশাহী: গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীর পবা উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় ‍উপস্থিত ছিলেন-রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক প্রমুখ।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে দেশের ৯৩ শতাংশ বাড়িতে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ২২ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এসএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।