ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

জাতীয়

পরমাণু শক্তি কর্তৃপক্ষের চেয়ারম্যান নঈম চৌধুরী আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, সেপ্টেম্বর ৭, ২০১৯
পরমাণু শক্তি কর্তৃপক্ষের চেয়ারম্যান নঈম চৌধুরী আর নেই

ঢাকা: বাংলাদেশ পরমাণু শক্তি কর্তৃপক্ষের চেয়ারম্যান ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর নঈম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রফেসর নঈম চৌধুরীর প্রথম নামাজে জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, দ্বিতীয় নামাজে জানাজা পরমাণু শক্তি কর্তৃপক্ষের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার পর বনানী কবরস্থানে দাফন করা হবে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিবেকানন্দ রায় এ তথ্য জানান।

এদিকে পরমাণু বিজ্ঞানী প্রফেসর নঈম চৌধুরীর মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, প্রফেসর নঈম চৌধুরীর মৃত্যুতে জাতি একজন প্রকৃত দেশ প্রেমিক বিজ্ঞানীকে হারালো। মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।