ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

আইন অমান্য করে ট্রেনের ছাদে যাত্রী, আটক ১৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, সেপ্টেম্বর ৫, ২০১৯
আইন অমান্য করে ট্রেনের ছাদে যাত্রী, আটক ১৮

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আইন অমান্য করে ট্রেনের ছাদে অবস্থান নেওয়ায় ১৮ জন যাত্রীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটি ট্রেনের ছাদ থেকে তাদের করা হয়। আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত তিনটি ট্রেনের ছাদ থেকে আইন অমান্য করে যাত্রীরা অবস্থান করায় একে একে ১৮ জনকে আটক করা হয়েছে। বর্তমানে তারা রেলওয়ে থানা হেফাজতে রয়েছে। তাদের আইন অনুযায়ী আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।