ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মঠবাড়িয়ায় ২০ লাখ টাকার কারেন্টজাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
মঠবাড়িয়ায় ২০ লাখ টাকার কারেন্টজাল জব্দ

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার কারেন্টজাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের তন্নী স্টোর ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিচতলায় অবস্থিত মেসার্স আলম ট্রেডার্সের গোডাউন থেকে ওই জাল জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হকসহ মৎস্য বিভাগ কর্মকর্তরা উপস্থিত ছিলেন। ঘটনাস্থল থেকে জড়িত কাউকে আটক করা যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ জালগুলো জব্দ করে উপজেলা পরিষদ এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।