ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইসিবি এলাকায় শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৯
ইসিবি এলাকায় শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ সড়কে নাহার একাডেমির শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা: মিরপুর পল্লবীর নাহার একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র সাব্বির প্রজাপতি বাসের চাপায় নিহত হয় শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায়। এ ঘটনার প্রতিবাদে ইসিবি ক্যান্টিন এলাকায় সড়কে অবস্থান নিয়েছে একাডেমির শিক্ষার্থীরা।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান লিখে সড়ক অবরোধ করে।

ইসিবিতে কর্মরত ট্রাফিকের সার্জেন্ট অনিত্য কুমার বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে।

যানবাহন চলতে দিচ্ছে না। আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।