ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়া-সালমাকে ফরাসি দূতাবাসের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
জয়া-সালমাকে ফরাসি দূতাবাসের অভিনন্দন ছবি:সংগৃহীত

ঢাকা: ২০২০ সাল থেকে ফিফায় মনোনীত বাংলাদেশের প্রথম নারী রেফারিদের অভিন্দন জানিয়েছে ঢাকার ফরাসি দূতাবাস। বৃহস্পতিবার (২৯ আগস্ট ) দূতাবাসের এক বার্তায় এই অভিন্দন জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, 'বাংলাদেশ থেকে ফিফা ২০২০-এ প্রথম নারী রেফারি হিসেবে মনোনীত জয়া চাকমা এবং সালমা ইসলাম মনিকে ফরাসি দূতাবাসের পক্ষ থেকে অভিনন্দন'।

বাংলাদেশের সাবেক এই দুই নারী ফুটবলারকে ফিফা রেফারি হিসেবে মনোনীত করেছে।

আগামী বছর থেকে তারা দু'জন ফিফা পরিচালিত খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ থেকে এই প্রথমবারের মতো দুই নারী ফিফায় রেফারির দায়িত্ব পালন করতে চলেছেন।

বাংলাদেশ সময়: ০১১৫ ঘন্টা, আগস্ট ৩০, ২০১৯
টিআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।