ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নান্দাইলে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
নান্দাইলে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহত 

ময়মনসিংহ:  ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে সাইদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। 

রোববার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার খারুয়া ইউনিয়নের বিরাশি গ্রামের দেওয়ানগঞ্জ বাজারে এ সংঘর্ষ হয়।  

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে এলাকার বর্তমান ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বিকুল ও সাবেক ইউপি সদস্য মুক্তুনের মধ্যে পূর্ব বিরোধ ছিল।

তার জেরেই রোববার মুক্তুনের পক্ষের লোকজন বিকুলের পক্ষের লোকদের ওপর হামলা চালায়।

ওই হামলায় চারজন গুরুতর আহত হন। এর মধ্যে সাইদুলকে কিশোরগঞ্জের হোসেনপুর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।  

আহত অপর তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯ 
এমএএএম/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।