ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ধসে পড়লো সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, আগস্ট ২৫, ২০১৯
ধসে পড়লো সৈয়দপুর বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীর

নীলফামারী: সৈয়দপুর বিমানবন্দরের পশ্চিম পাশের (বিমানবন্দর পশ্চিমপাড়া) দেওয়ালটি প্রায় ৫০ ফুটের মত ধসে পড়েছে।

শনিবার (২৫ আগস্ট) রাতে বিকট শব্দে বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীর ধসে পড়ে। এতে অরক্ষিত হয়ে পড়েছে বিমানবন্দরটি।

এলাকাবাসীর অভিযোগ, বিমানবন্দরের সুরক্ষার জন্য পুরো বিমানবন্দর এলাকাটি কয়েক বছর আগে ইটের গাঁথুনি দিয়ে সীমানা প্রাচারটি নির্মাণ করা হয়। নির্মাণ কাজের মান ভালো না থাকায় ও মেরামত এবং সংস্কার না করায় দেওয়ালটি ভেঙে পড়ে। এতে বিমানবন্দরের নিরাপত্তা অরক্ষিত হয়ে পড়েছে।

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুশান্ত দত্ত বাংলানিউজকে বলেন, দ্রুত সীমানা প্রাচীর মেরামত করে বিমানবন্দরের নিরাপত্তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।