ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অরুণ জেটলির মৃত্যুতে মোয়াজ্জেম আলীর শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
অরুণ জেটলির মৃত্যুতে মোয়াজ্জেম আলীর শোক বিজেপি নেতা অরুণ জেটলি, ছবি: সংগৃহীত ফাইল ফটো

ঢাকা: ভারতের সাবেক অর্থমন্ত্রী বিজেপি নেতা অরুণ জেটলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

শনিবার (২৪ আগস্ট) রাতে একটি বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

শোকবার্তায় সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, বাংলাদেশের একজন মহান বন্ধু অরুণ জেটলির মৃত্যুতে আমি গভীরভাবে দুঃখিত।

তিনি অসুস্থ থাকা সত্ত্বেও দু’বছর আগে ঢাকা সফর করেছিলেন। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বড় অবদান রেখেছেন। আমি যখনই তার কাছে গিয়েছি, তিনি আমাদের সম্পূর্ণ সমর্থন এবং সহযোগিতার হাত বাড়িয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন মহান বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী হারিয়েছে।

শনিবার দুপুরে দিল্লির এইমস হাসপাতালে মৃত্যুবরণ করেন অরুণ জেটলি

বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।