ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

ভূরুঙ্গামারীতে ট্রলিচাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৬, আগস্ট ২৪, ২০১৯
ভূরুঙ্গামারীতে ট্রলিচাপায় শিশুর মৃত্যু জিনিয়া আক্তার জুই, ছবি: সংগৃহীত

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রা‌মের ভুরুঙ্গামারী উপ‌জেলায় ট্রলিচাপায় জিনিয়া আক্তার জুই (২) না‌মে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে উপ‌জেলার সোনাহাট স্থল বন্দর সড়‌কের পাটেশ্বরী বাজারের পশ্চিমে এ দুর্ঘটনা ঘ‌টে।

শিশু জিনিয়া আক্তার জুই পাটেশ্বরী বাজার এলাকার আব্দুল জলিলের মে‌য়ে।

স্থানীয়রা জানান, পাটেশ্বরী বাজারের পশ্চিমের সড়কে একটি ট্রলি শিশুটি‌কে চাপা দেয়। এসময় স্থানীয় জনতা ট্রলিটি জব্দ করলেও ড্রাইভার পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে মুমূর্ষু অবস্থায় ‌শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বাংলা‌নিউজ‌কে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।