ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
খুলনায় স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনা: খুলনায় চিরঞ্জিত বালা (১৬) নামের এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে আড়ংঘাটা থানার রংপুর ইউনিয়নের জোড়া বটতলা গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চিরঞ্জিত ওই গ্রামের রমেশ বালার ছেলে।

নগরের ফুলবাড়ীগেটের বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্কুলের নবম শ্রেণির ছাত্র।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করীম বাংলানিউজকে জানান, চিরঞ্জিত মঙ্গলবার (২০ আগস্ট) রাত ৮ টা থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার জোড়া বটতলা গ্রামের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে প্রাথমিক কোনো ধারণা করা যাচ্ছে না।

এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।