ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তুচ্ছ ঘটনায় বিবাদ, দোকানে ঢুকে পিটিয়ে মারা হলো যুবককে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
তুচ্ছ ঘটনায় বিবাদ, দোকানে ঢুকে পিটিয়ে মারা হলো যুবককে

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় তুচ্ছ ঘটনায় প্রকাশ্য দিবালোকে অনিক ইসলাম (২৩) নামে এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে ভেড়ামারা শহরের বাবর আলী মার্কেটের আমিন গার্মেন্টেস এ ঘটনা ঘটে।

নিহত অনিক ভেড়ামারার কোদালিয়াপাড়া গ্রামের আখতার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিকেল ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত শহরের বাবর আলী মার্কেটের আমিন গার্মেন্টসে প্রবেশ করে সেলসম্যান অনিককে আচমকা পেটাতে থাকে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

এদিকে ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে দোকানপাট বন্ধ করে দেয়। পুরো এলাকা ঘিরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভেড়ামারা ডাকবাংলো সুপার মার্কেটের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মিলন জানান, পাশের আরিফ বস্ত্রবিতানের মালিক আরিফের সঙ্গে সিঙ্গারা খেয়ে পানি ফেলার ঘটনাকে কেন্দ্র করে সেলসম্যান অনিকের বাকবিতণ্ডা হয়। এ বিরোধের জেরধরে কিছু বহিরাগত সন্ত্রাসী আচমকা ওই দোকানে প্রবেশ করে সেলসম্যান অনিককে পেটাতে থাকে। পরে তার মৃত্যু হয়।
 
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, ঘটনা অনুসন্ধানে পুলিশ সদস্যরা কাজ করছে। দোকানে এবং দোকানের আশে পাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। খুব দ্রুত এ হত্যার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করার কাজ চলছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।