ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
ফেনীতে পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৭ দুর্ঘটনায় নিহত হয়েছে ৭ জন। ছবি: বাংলানিউজ

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া এলাকায় কক্সবাজারগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাতজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। উদ্ধারে কাজ করছে পুলিশ-ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইতোমধ্যে ১০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- শাহাদাত হোসেন (৩০) ও সুজন মিয়া। শাহাদাতের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায় আর সুজনের বাড়ি বিক্রমপুর।

জানা যায়, বাসটি পিকনিকের জন্য ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। ফেনীর লেমুয়ায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হয়েছেন।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান বাংলানিউজকে এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
আরএ/এসএইচডি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।