ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
বাঘাইছড়িতে হত্যার ঘটনায় মামলা

রাঙামাটি: জেএসএস সংস্কার নেতা হত্যাকাণ্ডের ঘটনায় বাঘাইছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান ও সন্তু গ্রুপের পিসিজেএসএস নেতা বড় ঋষীকে প্রধান আসামি করে ৫০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে নিহত জেএসএস সংস্কার নেতা এনো চাকমার স্ত্রী সুনয়না চাকমা। 

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ১১ই আগস্ট রাত পৌনে ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়ায় অজ্ঞাত বন্দুকধারীর ব্রাস্ট ফায়ারে কেন্দ্রীয় যুব কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা ও উপজেলার যুব কমিটির সদস্য এনো চাকমা নিহত হন।

ঘটনার ৪দিন পর বাঘাইছড়ি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সন্তু গ্রুফের পিসিজেএসএস নেতা বড় ঋষীকে প্রধান আসামি করে ৫০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এম এ মনঞ্জুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড় ঋষী চাকমাসহ মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করবে।

এর আগেও এম এন লারমা (সংস্কার) নেতা বসু চাকমাকেও একই ভাবে ব্রাস্ট ফায়ারে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।