ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫২, আগস্ট ৯, ২০১৯
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোকান কর্মচারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর হাজারীবাগ বিডিআর পাঁচ নম্বর গেট এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক মিয়া (২৫) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।  

তার সহকর্মী মিজানুর রহমান বাংলানিউজকে জানান, হাজারীবাগ বিডিআর পাঁচ নম্বর গেট এলাকায় অদ্রি টেইলার্সে কাজ করতেন মানিক।

দুপুরে ঈদের বানানো জামা-কাপড় আয়রন করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। থাকতেন ওই টেইলার্সের দোকানে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।