ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আগস্টের প্রথম প্রহরে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৯
আগস্টের প্রথম প্রহরে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন আগস্টের প্রথম প্রহরে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন। ছবি: বাংলানিউজ

ইবি: শোকাবহ আগস্ট। বাঙালি জাতির জীবনে এক কালো অধ্যায়ের মাস। এই মাসেই স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। আবার এই মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালিয়ে বহু নেতাকর্মীকে হত্যা করা হয়।

মাসটিকে গভীর শ্রদ্ধাভরে স্মরণে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোকাবহ আগস্টের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবে এ মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা মোমবাতি জ্বালিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মন, সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান প্রমুখ।

মোমবাতি প্রজ্জ্বলন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তরা তাদের বক্তব্যে বাঙালি জাতির জীবনে বঙ্গবন্ধুর অসীম ত্যাগের কথা তুলে ধরেন। শিক্ষার্থীদের প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধুর  আদর্শ অনুসরনের তাগিদ দেন। পাশাপাশি বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানান।

বাংলাদেশ সময়: ০৫০৮ ঘন্টা, আগষ্ট ০১, ২০১৯
এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।