ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

রেলের টিকিট: কাউন্টারে ১৩৯২৭, অ্যাপসে ১৩৯২৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, জুলাই ৩১, ২০১৯
রেলের টিকিট: কাউন্টারে ১৩৯২৭, অ্যাপসে ১৩৯২৮ কমলাপুর রেলস্টেশনে টিকিট সংগ্রহে মানুষের ভিড়, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন ঢাকা থেকে ২৭ হাজার ৮৫৫টি টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরমধ্যে কাউন্টার থেকে ১৩ হাজার ৯২৭টি টিকিট বিক্রি করা হচ্ছে। বাকি অর্ধেক টিকিট রেলসেবা অ্যাপসের মাধ্যমে বিক্রি করা হবে।

বুধবার (৩১ জুলাই) সকালে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, দু’টি স্পেশাল ট্রেনসহ কমলাপুর থেকে ১৬টি ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।

যাত্রীর চাহিদা অনেক। তাই প্লাটফর্মে প্রচুর ভিড়।

রেলওয়ের তথ্যমতে, ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।  

ঈদুল ফিতরের মতো এবারও রাজধানী ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে-কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন।  

কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলের টিকিট বিক্রি করা হচ্ছে। তবে এবার টিকিট বিক্রিতে এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। যাত্রীরা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে টিকিট সংগ্রহ করছেন।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।