ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে কৃষকদের মধ্যে ফলজ গাছ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, জুলাই ৩০, ২০১৯
খাগড়াছড়িতে কৃষকদের মধ্যে ফলজ গাছ বিতরণ ফলজ গাছ বিতরণ করছেন সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে ফলজ গাছ বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে খাগড়াছড়ি ক্ষুদ্র ইনস্টিটিউট কার্যালয় মাঠে এ গাছ বিতরণ করা হয়।
 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) কুজেন্দ্রলাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শতরূপা চাকমা।

বিশেষ অতিথি হিসেবে  ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কৃষি বিভাগের আহবায়ক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, কৃষি বিভাগের উপ-পরিচালক মর্ত্তুজ আলী।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রতি বছর প্রান্তিক কৃষকদের ফলজ গাছ বিরতণ করে।
 
প্রতি বছরের ন্যায় এবারও খাগড়াছড়ির এক হাজার ৮৫০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে এ চারা বিতরণ করা হবে। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৫০ জন কৃষককে আম ৩৫টি, লটকন পাঁচটি, মাল্টা পাঁচটি ও পাঁচটি সুপারি গাছ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।