ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান মেয়র লিটনের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান মেয়র লিটনের সভায় বক্তব্য রাখছেন রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, ছবি: বাংলানিউজ

রাজশাহী: ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

‘দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন উপলক্ষে রোববার (২৮ জুলাই) দুপুরে নগর ভবনের সভাকক্ষে সিটি করপোরেশন পর্যায়ে গঠিত কমিটির সভায় এ আহ্বান জানান মেয়র।  

‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’, ‘আসুন আমরা সবাই মিলে পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার’, ‘ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই’ ইত্যাদি স্লোগানকে সামনে রেখে সিটি করপোরেশনের ‍উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, স্বাস্থ্যকর্মীরা বর্তমানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ ব্যাপারে সচেতন করছেন। প্রয়োজনে দিনের বেলা মশারি টানিয়ে ঘুমোতে হবে, বিশেষ করে শিশুদের মাশরির মধ্যে রাখতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে লিটন বলেন, রাজশাহীতে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগী পাওয়া যায়নি। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন, সবাই ঢাকায় গিয়ে আক্রান্ত হয়েছেন। তবে ডেঙ্গু প্রতিরোধে এখনই পূর্ব প্রস্তুতি নিতে হবে।  

সভায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম বলেন, জলবায়ুর পরিবর্তন ও বর্ষা মৌসুমে সাধারণ মশা ও এডিস মশার প্রজনন বেড়ে থাকে। যার মাধ্যমে ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। এ বিষয়ে আমাদের সবাইকে সর্তক থাকতে হবে।

প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার বলেন, মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ পালনে মতবিনিময় সভা, শোভাযাত্রা, মসজিদে প্রচারণা, পত্রিকায় বিজ্ঞাপন, লিফলেট বিতরণ, ড্রেন, ডোবানালা, ঝোপঝাড়, জঙ্গল পরিস্কার, মশা নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে ইত্যাদি কাজ রয়েছে। তবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। সবাইকে নিজ জায়গা পরিচ্ছন্ন রাখতে হবে।  

সভায় রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এসএম তুহিনুর আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান, সহকারী বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।