ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত নৌ ধর্মঘটের কারণে সকালে ঘাটে অলস পড়ে থাকে লঞ্চ

ঢাকা: সাধারণ যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রথমে যাত্রীবাহী নৌযানের ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়।পরে নৌ-পরিবহনের বাংলাদেশ জাহাজি শ্রমিক ফে়ডারেশনের সভাপতি মোহাম্মদ শুক্কুর মাহমুদ সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।

শ্রম অধিদপ্তরের সম্মেলন কক্ষে বুধবার (২৪ জুলাই) এক সভায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ ঘোষণা দেন।

শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

তিনি আরো জানান, সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিত করা হয়েছে।

এর আগে বিভিন্ন দাবিতে মঙ্গলবার (২৪ জুলাই) রাত থেকে শুরু হয় নৌ-শ্রমিক ধর্মঘট। এতে নদীপথে চলাচলকারী সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগন্তিতে পড়েন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।