ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৮ জন।

মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার বরাব এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ জন হলেন- রাব্বী, সাহাবুদ্দিন ও জাহাঙ্গীর।

নিহত ৩ জনই পেশায় দিনমজুর ছিলেন। এখনও তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টায় উপজেলার গাউছিয়া এলাকা থেকে কাঁচপুরগামী পিকআপ ভ্যান বরাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনে থাকা ৩ জনের মৃত্যু হয়।  এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সামাদ বাংলানিউজকে বলেন, পিকআপ ভ্যানের সঙ্গে নসিমনের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। তবে ঘটনাস্থলে আহত কাউকে পাওয়া যায়নি।  

‘নিহত ৩ জনের পরিচয় জানার চেষ্টা চলছে। পিকআপ ভ্যানটিও উদ্ধার করা হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ’ 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।