ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সোনারগাঁয়ে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
সোনারগাঁয়ে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে আটক ২

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে হাতেনাতে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এর আগে সকালে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা থেকে রাস্তায় চলাচলরত যাত্রাবাহী ব্যাটারিচালিত ইজি বাইক থামিয়ে চাঁদাবাজির সময় হাতেনাতে দু’জনকে আটক করা হয়।

আটকরা হলেন- সোনারগাঁয়ের হাবিবপুর এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে সোহেল (৪২) ও উলুকান্দি এলাকার মৃত মোস্তফার ছেলে মিজানুর রহমান (৩৮)।  

এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৬ হাজার ৩২০ টাকা ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

র‍্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকায় চৌরাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা, লেগুনা, টেম্পু, ব্যাটারিচালিত ইজি বাইক চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি দেখিয়ে গাড়ি প্রতি ৫০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। জিজ্ঞাসাবাদে আটকরা তা স্বীকারও করেছে।  

তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।