ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহে মোটরসাইকেল দুর্ঘটনায় হালুয়াঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল হাই নিহত হয়েছেন।

সোমবার (২২ জুলাই) রাত ১০ টার দিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বাংলানিউজকে বিষয়টি জানান।

বিপ্লব কুমার বলেন, সোমবার বিকেলে এএসআই আবদুল হাই স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ শহরে যাচ্ছিলেন। তারাকান্দা উপজেলার রুপচন্দ্রপুর এলাকা পর্যন্ত আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় পেছন দিক থেকে আসা একটি ট্রলি তাদের চাপা দেয়। এতে তিনি ও তার স্ত্রী গুরুতর আহত হন।  

পরে তাদের উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে এএসআই আবদুল হাই’র মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৫৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এমএএএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।