ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদীতে ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
ঈশ্বরদীতে ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ঈশ্বরদীতে ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে অন্তত ২০ হাজার মিটার বিক্রি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ।

সোমবার (২২ জুলাই) সন্ধায় ঈশ্বরদী উপজেলার মৎস্য কর্মকর্তা শাকিলা জাহানের নেতৃত্বে পাকশী ফাঁড়ি নৌ-পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। পরে পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান বাংলানিউজকে জানান, পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ও সাঁড়া ইউনিয়নের পদ্মাপাড়ের জেলেদের একটি অংশ পদ্মানদীতে কারেন্ট জাল পেতে মাছ শিকার করছিল। তাতে মা মাছসহ পোনা মাছ ধরা হচ্ছিল। এসময় অভিযান চালিয়ে কিছু জাল পদ্মার পাড় এবং কিছু জাল নদীর মধ্যে থেকে উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে কারেন্ট জালের মাধ্যমে মাছ শিকার প্রতিরোধে অভিযান চলমান থাকবে বলেও এসময় জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৯
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad