ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড্ডায় গণপিটুনিতে নারী হত্যার ঘটনায় আরেকজন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
বাড্ডায় গণপিটুনিতে নারী হত্যার ঘটনায় আরেকজন গ্রেফতার ছেলেধরা সন্দেহে গণপিটুনি, ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাছলিমা বেগম রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় বাচ্চু নামে আরেক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ জুলাই) চারজনকে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

রোববার (২১ জুলাই) রাতে জাফর, শাহীন ও বাপ্পী নামে তিনজনকে গ্রেফতার করা হয়।

পরে সোমবার সকালে আটক বাচ্চুসহ সবাইকে এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ওসি জানান, মোবাইলে ধারণ করা একটি ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন>>> গুজবে সব শেষ, থামছেই না শিশু তুবার কান্না

জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, শনিবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান তাসলিমা বেগম রেনু (৪০)। এসময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনিতে হত্যা করা হয়।

এ ঘটনায় বাড্ডা থানায় অজ্ঞাত ৪শ’ থেকে ৫শ’ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।