ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৭২ বছর পর ভূমির দখল ফিরে পেল সিসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
৭২ বছর পর ভূমির দখল ফিরে পেল সিসিক উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন সিটি মেয়র। ছবি: বাংলানিউজ

সিলেট: প্রায় ৭২ বছর ধরে প্রভাবশালীদের দখলে থাকা ১০ কোটি টাকা মূল্যের সরকারি ভূমি উদ্ধার করলো সিলেট সিটি করপোরেশন (সিসিক)। 

রোববার ( ২১ জুলাই ) দিনভর বিপুল সংখ্যক পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ওই ভূমি দখলমুক্ত করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্ধার করা জায়গার চারপাশে সিসিকের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

সূত্র জানায়, নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের শেখঘাট খুলিয়াপাড়া মিউনিসিপ্যালিটি মৌজার জে এল নম্বর ৯১-এর ৩৭৫১ ও ৩৭৫২ নম্বর দাগে মোট ৩৯ দশমিক ৮৫ শতক জমির মালিক সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

১৯৪৭ সালে তৎকালীন মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ ওই জমি এলাকার এক ব্যক্তিকে শর্ত সাপেক্ষে ইজারা দেয়। এরপর থেকেই মূল্যবান এ ভূমি কর্তৃপক্ষের হাতছাড়া ছিল।

আরিফুল হক চৌধুরী দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পর নগরবাসীকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ছড়া, নালা, খাল, রাস্তা প্রশস্তকরণ, যানজট নিরসন, হকার উচ্ছেদ, সরকারি ও সিটি করপোরেশনের জমি উদ্ধারে অভিযান শুরু করেন। এরই ধারাবাহিকতায় নগরের শেখঘাট খুলিয়াপাড়া এলাকায় দখল হয়ে যাওয়া সিসিকের মূল্যবান জমি উদ্ধারে আদালতের শরণাপন্ন হন। আদালতের রায় সিসিকের পক্ষে আসলে রোববার (২১ জুলাই) দুপুরে মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক পুলিশ নিয়ে জমি উদ্ধারে যান।

অভিযান শেষে মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, সিসিকের মালিকানাধীন ৩৯ দশমিক ৮৫ শতক জমি স্থানীয় কয়েকজন প্রভাবশালীর দখলে ছিল। জমি দখল করে তারা এখানে ঘর-বাড়ি, দোকানপাঠ নির্মাণ করেন। গত এক বছর থেকে দখলে নেওয়া সিসিকের জমি ছাড়তে দখলদারদের বারবার নোটিশ দিলেও, তাতে কোনো কাজ না হওয়ায় এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, নগরীর অন্য এলাকায়ও সরকারি ও সিসিকের জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থাসহ জমি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, আজাদুর রহমান আজাদ, সিকান্দর আলী, রকিবুল ইসলাম ঝলক, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, আফতাব হোসেন খান, রাশেদ আহমদ, শাহনা বেগম শানু, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এনইউ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad