ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাকার নতুন ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-ম্যারি শু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
ঢাকার নতুন ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-ম্যারি শু জ্যঁ-ম্যারি শু। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে নতুন ফরাসি রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন জ্যঁ-ম্যারি শু। সোমবার (২২ জুলাই) তিনি ঢাকা আসছেন।

সূত্র জানায়, এতদিন ঢাকায় ফরাসি দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন ম্যারি আনিক বুহ্দাঁ। তিনি মেয়াদ শেষে গত শুক্রবার (১৯ জুলাই) প্যারিস ফিরে গেছেন।

ঢাকায় নিযুক্ত নতুন ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-ম্যারি শু রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পর নিজের দায়িত্ব গ্রহণ করবেন। তিনি এর আগে ২০১৫-২০১৮ সাল মেয়াদে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময় মালদ্বীপেরও দায়িত্বে ছিলেন জ্যঁ-ম্যারি শু।  তিনি দিল্লির ফরাসি মিশনেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
টিআর/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।