ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে আহত ডলির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে আহত ডলির মৃত্যু

ঢাকা: রাজধানীর দক্ষিণ কমলাপুর এলাকায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে আহত ডলি আক্তারের (৫০) মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুলাই) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, শনিবার (২০ জুলাই) বিকেলে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে ডলি আহত হন।

পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ডলির স্বামী আতিবুল ইসলাম জানান, রাজধানীর দক্ষিণ কমলাপুরের কালভার্ট রোডের একটি টিনসেড বাসায় থাকেন তারা।  তাদের বাসায় ভাত বিক্রি করতেন ডলি। একই এলাকার হাসান (১৮) নামে এক ভবঘুরে তার স্ত্রীর কাছে ভাত খেতেন। ডলি গত কয়েকদিনের খাবারের ২৪০ টাকা বাকি পেতেন হাসানের কাছে। শনিবার (২০ জুলাই) বিকেলে হাসান ভাত খাইতে এলে তাকে আগের বাকি পরিশোধ করতে বলেন তিনি। এ সময় হাসানের কাছে কোনো টাকা নাই বলে জানান। টাকা ছাড়া ভাত দেবেন বলার সঙ্গে সঙ্গে হাসান তার কাছে থাকা ছুরি দিয়ে ডলির বুকে ও মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় হাসপাতালে তার মৃত্যু হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে জানান, পাওনা টাকা চাওয়ায় ডলিকে ছুরিকাঘাত করে হাসান। এ ঘটনায় হাসানকে আটক করা হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।