ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাগানে এফ হক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
কাঁঠালবাগানে এফ হক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২০ জুলাই) সকাল ৫টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন>**কাঁঠালবাগানে এফ হক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

এর আগে নিয়ন্ত্রণ কক্ষ জানায়, কাঁঠালবাগানের ঢালে বাংলাভিশন টেলিভিশনের পাশের ওই ভবনে আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে মোট ১০টি ইউনিট কাজ করে। তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯
এমআইএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad