ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৯
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

বরিশাল: ধর্ষণের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

রোববার (১৪ জুলাই) দুপুরে মহাবিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।  

এসময় কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য বিজয় কৃষ্ণ দে, সহকারী অধ্যাপক খলিলুর রহমান, দুলাল মজুমদার, প্রভাষক টুনু রানী কর্মকার, বৈশাখী চক্রবর্তী, অনিতা রানী বসু, লিঙ্কন দাস, দেবাশিষ চক্রবর্তী, পার্থ সারতি শর্মা, বিউটি সুলতানা খানম ও মো সায়েম হোসেন প্রমুখ।

 

বক্তারা বলেন, দেশজুড়ে ধর্ষণ একটি ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। তাই ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত। অন্যথায় এ ব্যাধি সামনে বড় আকার ধারণ করবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘন্টা, জুলাই ১৪, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।