ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৯
বাঘাইছড়িতে বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাদুর্গতদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে আশ্রয় কেন্দ্রগুলোতে এসব খাদ্যসামগ্রী করা হয়।  

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৩শ’ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সামগ্রীর মধ্যে জনপ্রতি পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল, লবন, সয়াবিন তৈল, খেজুরসহ বিভিন্ন ধরনের শুকনা খাবার রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব জিতুর নেতৃত্বে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  

এসময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস-চেয়ারম্যান সাগরিকা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জগৎ দাশ, উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার, আনসার ভিডিপির সদস্য, বাঘাইছড়ি রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়’র বাঘাইছড়ির সদস্যরাসহ প্রশাসনের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বন্যায় বুধবার (১০ জুলাই) বিকেল থেকে উপজেলার পৌরসভাসহ আটটি ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় কয়েকশ’ বাড়ি-ঘর ডুবে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। এসব বন্যাদুর্গতদের আশ্রয় দিতে ২৩টি আশ্রয়কেন্দ্র খুলেছে উপজেলা প্রশাসন।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।