ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

গণপরিবহনে নারীর নিরাপত্তা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, জুলাই ৭, ২০১৯
গণপরিবহনে নারীর নিরাপত্তা  মতবিনিময় সভা

ঢাকা: বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সঙ্গে ‘গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার( ৬ জুলাই) বিকেলে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স রুমে এ সভায় নারীদের জন্য নিরাপদ গণপরিবহনের দাবী জানানো হয়।  

নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা মাহবুব আলম, পরিবহন শ্রমিকনেতা আসলাম খান, বাংলাদেশ অটো-রিক্সা ট্যাম্পু শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম ফারুক ও যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।


 
সভায় বক্তারা বলেন, গণপরিবহনে নারীরা প্রায়ই যৌন হয়রানির শিকার হচ্ছেন। বাংলাদেশের নারী সমাজ সব থেকে বেশি বৈষম্যেও শিকার। নারীর নিরাপত্তার জন্য সামাজিক ও মানসিক পরিবর্তন প্রয়োজন। এজন্য এদেশকে নারী-পুরুষ, ধনী-দরিদ্র সকল নাগরিকের জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে।
 

বাংলাদেশ সময়: ০৫৩৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৯
আরকেআর/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।