ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুদকের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুলাই ৪, ২০১৯
দুদকের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত

ঢাকা: দায়িত্ব পালনে অবহেলা ও অসদাচরণের অভিযোগে এক সহকারী পরিচালককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০৪ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর দুইটায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ হঠাৎ কমিশনের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় স্থাপিত অভিযোগকেন্দ্র (হটলাইন ১০৬) পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে তিনি সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানকে কোনো ধরনের অনুমতি ছাড়াই কর্তব্য কাজে অনুপস্থিত পান।

চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে কমিশনের প্রধান নির্বাহী ও কমিশনের প্রশাসন অনুবিভাগকে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ পরিস্থতিতে ওই কর্মকর্তার কার্যকলাপে দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বিধায় তাকে দুর্নীতি দমন কমিশন চাকরি বিধিমালা, ২০০৮ এর বিধি অনুযায়ী ‘দায়িত্ব পালনে অবহেলা’ ও ‘অসদাচারণের অভিযোগে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।