ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারকে পথ দেখায় গণমাধ্যম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুলাই ৪, ২০১৯
সরকারকে পথ দেখায় গণমাধ্যম: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। ছবি: বাংলানিউজ

গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সংবাদপত্র বা গণমাধ্যম সরকারকে পথ দেখায়। সরকার কোন পথে চলছে বা তার কোন পথে চলা উচিৎ, সাংবাদিকরা ওই পথ দেখিয়ে দেয়। 

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে জেলার রথখোলা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সড়কে অবস্থিত গাজীপুর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  

আ ক ম মোজাম্মেল হক বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একটা উদ্দেশ্য থাকে।

এটা যদি সংশোধনের জন্য হয়, তবে ভালো। মানুষের সমালোচনা করা ভালো। গঠনমূলক সমালোচনা করলে মানুষ সংশোধন হওয়ার সুযোগ পায়।  

তিনি বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও যত্নবান হতে হবে। সংবাদপত্রকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ধরা হয়। রাষ্ট্র ও সমাজের প্রতি তাদেরও দায়িত্ব রয়েছে। তাই, সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এসময় প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

প্রেসক্লাব ভবনে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম সামসুন্নাহার ভূইয়া, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তারিকুল ইসলাম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ নূরুল ইসলাম (ভাওয়াল রত্ন), গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মশিউর রহমান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু হানিফ, জেলা তথ্য অফিসার জালাল উদ্দিন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, নাসির আহমেদ, মো. খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, দেলোয়ার হোসেন, মো. রুহুল আমিন, আলমগীর হোসেন, এম নজরুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, ক্লাবের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম আজহার, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী, কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান, দফতর সম্পাদক সিরাজ উদ্দিন, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী সদস্য শরীফ আহমেদ শামীম, আব্দুর রহমান, বেলাল হোসেন, মিলটন খন্দকারসহ ক্লাবের সদস্যরা।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৯
আরএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।