ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

পঞ্চগড় থেকে মোংলা-পিরোজপুর রুটে বিআরটিসির বাস চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৫, জুলাই ৩, ২০১৯
পঞ্চগড় থেকে মোংলা-পিরোজপুর রুটে বিআরটিসির বাস চালু বিআরটিসি বাসের উদ্বোধন। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে মোংলা ও পিরোজপুর রুটে বিআরটিসির নতুন বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকেলে শহরের সরকারি অডিটোরিয়ামের সামনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন- পঞ্চগড় পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, পৌরসভার প্যানেল মেয়র মাজেদুর রহমান চৌধুরী ইরান, বিআরটিসির টিআই আমিরুল ইসলাম প্রমুখ।

নতুন এই বাস দুইটি সরাসরি পঞ্চগড় থেকে মোংলা ও পঞ্চগড় থেকে পিরোজপুর নিয়মিত চলাচল করবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।