ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে ইউপিডিএফ’র সশস্ত্র ক্যাডার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
বাঘাইছড়িতে ইউপিডিএফ’র সশস্ত্র ক্যাডার আটক অনুপম চাকমা। ছবি: সংগৃহীত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ’র (প্রসীত গ্রুপ) সশস্ত্র ক্যাডার অনুপম চাকমাকে (৫২) আটক করেছে। 
 

মঙ্গলবার (২ জুলাই) দিনগত রাতে উপজেলার সাজেক ইউনিয়নের সীমানাছড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল সীমানাছড়া এলাকায় অভিযান চালিয়ে অনুপম চাকমাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গত ১৮ মার্চ উপজেলা নির্বাচনী সাত হত্যাকাণ্ড মামলার অন্যতম আসামি তালিকাভুক্ত সন্ত্রাসী অনুপম। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।