ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মাস্টার্স পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না তমার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
মাস্টার্স পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না তমার

যশোর: যশোরের চৌগাছায় মাস্টার্স পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী শারমিন সুলতানা তমা (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) সন্ধ্যায় যশোর-চৌগাছা সড়কের সলুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তমা চৌগাছার স্বরূপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের মাসুদুর রহমান মাসুদের স্ত্রী।

তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্রী ছিলেন।

প্রতক্ষ্যদর্শী ও নিহতের স্বজনদের বরাত দিয়ে চৌগাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বাংলানিউজকে বলেন, মাস্টার্স শেষ বর্ষের একটি পরীক্ষা দিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন তমা। পথে যশোর-চৌগাছা সড়কের সলুয়া বাজারে পৌঁছালে চৌগাছা থেকে আসা যশোরগামী (রংপুর-চ-১১-০২৯৬) একটি ট্রাক চাপা তাদের বহনকারী মোটরসাইকেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তমার মৃত্যু হয়।

এসআই শাহিনুর আরও বলেন, বিক্ষুব্ধ জনগণ ট্রাকটি ভাঙচুর করে। পরে ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
ইউজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।