ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, শিশু আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, শিশু আহত  আহত মনিরা। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মনিরা খাতুন (৮) নামে একটি শিশু আহত হয়েছে। 

বুধবার (২৬ জুন) দিনগত মধ্য রাতে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে শিশু মনিরা।  

আহত মনিরা আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি মদনপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।

সে স্থানীয় মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

হাসপাতাল ও রেলওয়ে সূত্রে জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সোহাগপুর থেকে দাদু সোলায়মান আলীর  সঙ্গে ট্রেনে করে বাড়ি ফিরছল মনিরা। পথে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের হাতীবান্ধা এলাকায় কে বা কারা ট্রেনে পাথর নিক্ষেপ করে। সেই পাথরের আঘাতে  রক্তাক্ত আহত হয় জানালার পাশে বসা মনিরা। ট্রেনেই তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পরে আদিতমারী স্টেশনে নেমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মনিরাকে নেয়া হলে চিকিৎসকরা চিকিৎসাপত্র দিয়ে বাড়ি পাঠান।  

মনিরার দাদু সোলায়মান আলী জানান, হাতীবান্ধা এলাকায় এলে কে বা কারা ট্রেনে পাথর ছুড়ে মারে। এসময় তার নাতনি মনিরা জখম হয়। বাম কানের পাশে আঘাত পায় মনিরা। হাসপাতালে চিকিৎসাপত্র নিয়ে বাড়ি ফিরেছে বলেও জানান তিনি।  

লালমনিরহাট রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদম আলী বাংলানিউজকে বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে একটি শিশু আহত হয়েছে বলে খবর পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

বাংলাদেশ সময় ০২৩৯ ঘণ্টা, জুন ২৭ ২০১৯
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad