ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জুন ২০, ২০১৯
আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপায় শেখ সদর আলী (৬১) ও আলমগীর হোসেন (২৮) নামে মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৯ জুন) গভীর রাতে আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সদর আলী নড়াইল জেলার মৃত লাল মিয়ার ছেলে ও আলমগীর সাতক্ষীরা জেলার সামাদ ফকিরের ছেলে।

সাভার হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে মোটরসাইকেলে করে ওই দুই আরোহী জিরানীর দিকে যাচ্ছিলেন। এসময় শ্রীপুর এলাকায় একটি পণ্যবাহী ট্রাক তাদের পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী শেখ সদর আলী ও আলমগীর হোসেন।  

এসআই শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুন ২০, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad