ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাকিবের শতক, লিটনের তিন ছক্কার প্রশংসায় প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
সাকিবের শতক, লিটনের তিন ছক্কার প্রশংসায় প্রধানমন্ত্রী এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা। ছবি: পিআইডি

ঢাকা: বিশ্বকাপের ২৩তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের লক্ষ্য বাংলাদেশ পার হয়ে গেছে ৭ উইকেট ও ৫১ বল হাতে রেখেই। টিম টাইগারদের অবিশ্বাস্য জয়ে সোমবার (১৭ জুন) রাতেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মাশরাফিবাহিনীকে ফের অভিনন্দন জানান তিনি। 

সোমবার (১৭ জুন) টনটনে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান। বল হাতে ৮ ওভারে ৫৪ রানে ২ উইকেট শিকারের পর ব্যাট হাতে তুলে নিয়েছেন ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি।

ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের পর উইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪ রান করেছেন ‘নাম্বার ওয়ান অলরাউন্ডার’। তবে, সাকিব সেঞ্চুরি পেলেও ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি লিটন দাস। না, আউট হননি। ক্যারিবীয়দের দেওয়া লক্ষ্য পূরণ হয়ে যাওয়ায় ৬৯ বলে ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি। দুর্দান্ত এ জয়ে সাকিব-লিটন দু’জনকেই প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

চলতি বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে পর পর তিন বলে ছক্কা হাঁকিয়েছেন লিটন দাস। এ জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া, এবারের বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতক থেকে মাত্র ২ রান দূরে থাকতে রান আউটের শিকার হয়েছেন তামিম ইকবাল। এ নিয়ে আপসোসও করেন শেখ হাসিনা।

এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সাকিব আল হাসান ও লিটন দাসের অনেক প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। তবে, ৪৮ রানে আউট হয়ে যান তামিম ইকবাল। ছেলেটা মাত্র দুই রানের জন্য হাফ সেঞ্চুরি পায়নি, এ জন্য আফসোস করেছেন প্রধানমন্ত্রী। পর পর তিন বলে ছক্কা মেরেছেন লিটন দাস, প্রধানমন্ত্রী এর খুব প্রশংসা করেছেন।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেকের এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৯
এমআইএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।