ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মুগদায় সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
মুগদায় সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

ঢাকা: রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় এক নারী তার সাড়ে তিন বছরের কন্যা সন্তানকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর শিশু রোজার মা রোকসানা আক্তার রুবি (৩২) আত্মহত্যার চেষ্টা করেন।

রোববার (১৫ জুন) দিনগত রাতে মুগদার মানিকনগর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

শিশুটির মা রোকসানা পুলিশ হেফাজতে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে মুগদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বাংলানিউজকে বলেন, কয়েক বছর আগে শিশুটির বাবা মারা যায়। এর থেকে শিশুটিকে নিয়ে রোকসানা মুগদা এলাকায় থাকেন। রোববার রাতে রোকসানা তার মেয়েকে আইসক্রিমের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ায়। এতে শিশুটির মৃত্যু হয়। পরে রেকসানা আত্মহত্যার চেষ্টা করেন। রেকসানা হাসপাতালে চিকিৎসাধীন, তবে তিনি এখন ভালো আছেন।

কী কারণে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন তার কারণ খুঁজে বের করা হচ্ছে বলে যোগ করেন ওসি প্রলয়।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।